Refund Policy

Refund Policy ক্ষেত্রে নিম্নোক্ত শর্তগুলো প্রযোজ্য হবে:

✅ অর্ডারকৃত পণ্যের পরিবর্তে ভুল পণ্য পেলে।

✅ পণ্যের গুণগত মান খারাপ হলে।

✅ পণ্যটি মেয়াদ উত্তীর্ণ হলে রিটার্ন করতে পারবেন।

✅ পণ্যটি ভেঙ্গে গেলে অথবা ক্ষতিগ্রস্ত হলে।

যেক্ষেত্রে পণ্যটি রিটার্ন করতে পারবেন না:

✅ অর্ডারকৃত পণ্যে কোন ত্রুটি না থাকলে।

✅ ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য চেক করে নেওয়ার পর, পণ্য ক্ষতিগ্রস্ত হলে।

✅ বিশেষ অফারকৃত কোন পণ্যের ক্ষেত্রে।

✅ আপনি নিজে ভুল পণ্য অর্ডার করলে।

 

Scroll to Top